Friday 8 December 2017

Chapter 02 / Class 01

আমরা যখনই কোনো বিদেশী ভাষা শিখতে যাই , সেই ভাষার কিছু খুব common verb / ক্রিয়া থাকে , যেগুলো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করব । সেই ক্রিয়াপদ-গুলো দিয়েই আমাদের শেখা শুরু হয় ।
আমরা ইতালিয়ান verb-গুলোকে ২ভাবে ভাগ করি ।
১। রেগুলার (Regular) ,   এবং ২। ইরেগুলার (Irregular) ,
এবং রেগুলার ভার্ব (Regular verb)-কে আমরা আবার ৩ ভাগে ভাগ করি, ভার্বের ৩ রকম ending-এর ওপর ভিত্তি করে। সেগুলো হল - '-are' ending , '-ere' ending , এবং '-ire' ending
-are Ending Verbs ( -are এন্ডি ং ভার্ব)

PARLARE ( পার্লারে ) = কথা বলা ।  এখানে শব্দটার শেষের '-are' অংশটা হল এর ending / stem এবং সেটা বাদ দিয়ে তার সামনের বাকি অংশটা হল root. Regular verb-এর CONJUGATION-এর সময় এই root অংশটার কোন পরিবর্তন হয় না। শুধুমাত্র ending-er '-are'-র জায়গায় আলাদা আলাদা বর্ণ / letter বসে। 


যথা - 

আমি বলি    - io parlo

তুমি বল       - tu parli

সে বলে        - lui / lei / Lei parla  **

আমরা বলি - noi parliamo 

তোমরা বল - voi parlate 

তারা বলে    - loro parlano 


** lui = সে (পুরুষ) , lei = সে (স্ত্রী) , Lei ( সবক্ষেত্রে L capital ) = আপনি।

অর্থাৎ আমাদের এইভাবে মনে রাখতে হবে / মুখস্থ রাখতে হবে - 

Conjugation Table                Ending
PARL                                   O    
PARL                                     I
PARLA                                    A
PARLIAMO                           IAMO
PARLATE                              ATE
PARLANO                             ANO

বাক্যে উদাহরণ - 

আমি ইতালিয়ান ভাষায় কথা বলি - Io parlo italiano.
তারা          ইংরাজি       বলে             - Loro parlano inglese.


এবারে এই parlare verb-এর pattern অনুযায়ী are ending-এর অন্যান্য রেগুলার verb-এর একদম একই conjugation হবে।

abitare ( বাস করা ) > abito / abiti / abita / abitiamo / abitate / abitano

aiutare ( সাহায্য করা ) > aiuto / aiuti / aiuta / aiutiamo /aiutate / aiutano

arrivare ( পৌঁছানো ) > arrivo / arrivi / arriva / arriviamo / arrivate / arrivano

aspettare ( অপেক্ষা করা ) aspetto / aspetti / aspetta / aspettiamo /aspettate / aspettano 

comprare ( কেনা ) > compro / compri / compra / compriamo / comprate / comprano

entrare ( প্রবেশ করা ) > entro / entri / entra / entriamo / entrate / entrano

guardare ( দেখা ) > guardo / guardi / guarda / guardiamo / guardate / guardano

guidare ( গাড়ি চালানো) > guido / guidi / guida / guidiamo / guidate / guidano

lavorare ( কাজ করা ) > lavoro / lavori / lavora / lavoriamo / lavorate / lavorano

pensare ( চিন্তা করা ) > penso / pensi / pensa / pensiamo / pensate / pensano

portare ( আনা/বহন করা ) > porto / porti / porta / portiamo / portate / portano

tornare ( ফেরা ) > torno / torni / torna / torniamo / tornate / tornano

trovare ( খুঁজে পাওয়া ) > trovo / trovi / trova / troviamo / trovate / trovano 









Chapter 01 / Class 01(c) : Punctuation Marks

আমরা ইংরাজিতে যে যে punctuation marks ব্যবহার করি, ইতালিয়ান ভাষাতেও সেগুলি আছে ।  চিহ্নগুলোর ইতালিয়ান নাম এখানে দেওয়া হল - .  = punto  ...

এগুলোও দেখুন > >