Friday 23 June 2017

Chapter 01 / Class 01 : Alphabets , Basic Pronunciations



  • ইতালিয়ান শব্দগুলো যেরকমভাবে লেখা হয় , তাদের উচ্চারণগুলোও ঠিক সেইরকম। সেইজন্য ইতালিয়ান ভাষাকে Phonetic Language বলা হয়। ইতালিয়ান Alphabet-২১ টি বর্ণ আছে অর্থাৎ English Alphabet-এর থেকে ৫ টি কম। সেগুলি হল- J,K,W,X এবং Y।  যে যে শব্দে আমরা এই ৫ টি ব্যঞ্জন বর্ণ পাবো, সেগুলি বিদেশী শব্দ; অর্থাৎ ইতালিয়ান ভাষার নিজস্ব শব্দ নয়। আমাদের বাংলা ভাষায় যেমন প্রচুর ইংলিশ শব্দ আছে, এগুলিও সেরকম। এই ৫ টি ব্যঞ্জন বর্ণর উচ্চারণ সেইসব বিদেশী (বেশীর ভাগই - ইংলিশ) শব্দের ওপর নির্ভর করে। 


  • এবারে তাহলে আমরা মূল অ্যালফাবেট- এ যাই। অর্থাৎ ইতালিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো শিখি।

  • কিন্তু মনে রাখতে হবে যে আমরা ইংলিশে যেরকম এ, বি , সি , ডি পড়ে অভ্যস্ত , এগুলোর উচ্চারণ কিন্তু সেরকম নয়। তাই, অ্যালফাবেট –এর প্রত্যেকটি বর্ণের উচ্চারণ, একটি করে শব্দ, সেই শব্দের উচ্চারণ এবং সেই ইতালিয়ান শব্দের মানেও এখানে দিয়ে দিলাম। 

  • এই হল ইতালিয়ান অ্যালফাবেট (Alfabeto italiano / আলফাবেতো ইতালিয়ানো) - 

 বর্ণ 
 উচ্চারণ 
শব্দ (উচ্চারণ )
 শব্দ (উচ্চারণ )
শব্দ (উচ্চারণ) 
শব্দ (উচ্চারণ) 
A
AMICO (আমিকো)
AMICI
AMICA
ANTONIO
B
বি
BELLO (বেল্লো)
BAMBINO
(বামবিনো)
BUONA
BENITO
C
চি
CENA (চেনা)
CINEMA
(চিনেমা)
CORPO
(করপো)
CESARE
D
দি
DONNA
( দননা )



E
ERBA (এরবা)


ENZO
F
অ্যাফফে
FRATELLO (ফ্রাতেল্লো)
FUOCO
FORNO
FABIO
G
জি
GIALLO (জাল্লো)
GRILLO (গ্রিললো)
GIOCCO
GIULIANO
H
আক্কা




I
ISOLA (ইজোলা)



JK





L
অ্যাল্লে
LARGO (লার্গো)
LUOGO (লুয়োগো)
LAMENTARE
LUCIANO
M
অ্যাম্মে
MATTINA (মাত্তিনা)
METTERE
MONDO
MAURIZIO
N
অ্যাননে
NERO (নেরো)
NOTTE (নত্তে)
NIENTE
NERO
O
ONDA/ L’ONDA


OTTAVIO
P
পি
PADRE (পাদ্রে)
PAURA
POCO
PAOLO
Q
কু
QUELLO (কুয়েল্লো)
QUESTO


R
অ্যাররে
ROSSO (রস্সো)

RIMANERE
RENZO
S
অ্যাসসে
SORELLA (সোরেললা)
SUOCERO
SUCCO
SALVATORE
T
তি
TRE (ত্রে)
TUTTI
TURNO
TONINO
U
UOMO (উওমো)
UNO (উনো)
USCIRE
UMBERTO
V
ভূ
VEDERE (ভেদেরে)
VOI
VUELTO
VITO
WXY





Z
তসেতা
ZIO (জিও)






অর্থাৎ ইতালিয়ান বর্ণমালায় মোট ২১ টি বর্ণ । তার মধ্যে ১৬ টি ব্যঞ্জনবর্ণ / CONSONANTS / i consonanti ও বাকি ৫ টি স্বরবর্ণ / VOWELS / i vocali ।
আমরা যখনই কোনো বিশেষ্য/noun-এর আগে i দেখব, তখনই আমাদের বুঝে নিতে হবে যে সেই শব্দটি বহুবচন বা plural form-এ আছে।
যেমন-


একবচন
বহুবচন
il consonante
i consonanti
il vocale
i vocali
il amico
i amici 
(ই আমিচি)
il giorno
(ইল জরনো)
i giorni 
(ই জরনি)




এবারে আমরা আবার বর্ণমালা এবং তার উচ্চারণে ফিরে আসি। ইতালিয়ান শব্দের উচ্চারণের ব্যাপারে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, না হলে শব্দের উচ্চারণ ভুল হয়ে যাবে, যেটা কোনো ভাষায় কথা বলতে গেলে একেবারেই বাঞ্ছনীয় নয়। 
১. 'C' ('চি')-এর ২ রকম উচ্চারণ : Hard Sound (Sonido Duro) and Soft Sound(Sonido ) 

1. 'আ' (a), 'ও' (o), 'উ' (u)- এর আগে বসলে , উচ্চারণ হবে ইংলিশ-এর ‘K’– এর মত । 
যেমন – 
Casa = কাজা ( মানে বাড়ি)
Cane = কানে ( মানে কুকুর)
Corpo = কর্পো ( মানে দেহ)
Collo = কোললো ( মানে ঘাড়)
Cuore = কুঅরে ( মানে হৃদয় )

কিন্তু 
2. 'এ' (e) এবং 'ই' (i) এর আগে বসলে , উচ্চারণ হবে ইংলিশ ‘CH’ / ‘চ’-এর মত । যেমন –
Cena = চেনা ( মানে Dinner )
Certificato = চেরতিফিকাতো ( মানে শংসাপত্র বা Certificate )
Cinema = চিনেমা ( মানে Film/Cinema )
Cibo = চিবো ( মানে খাদ্য বা Food )
অর্থাৎ আমরা (C) / চি-এর পরে ৫ টা Vowel বসিয়ে যে কটা উচ্চারণ হয়, সব কটা জেনে গেলাম । 

অর্থাৎ , আমরা এখানে - কা , কো , কু , চি , চে - এই পাঁচটা উচ্চারণ পাচ্ছি । তাহলে বাকি রইল -  চা , চো , চু , কি , কে - এই পাঁচটি উচ্চারণ । 

চা = Cia ( মাঝে 'ই'/I দেওয়া হয় , যাতে 'কা' না শোনায় ) > Ciao = 'চাও' মানে Hi এবং Bye দুটিই ;
চো =Cio ( মাঝে 'ই'/I দেওয়া হয় , যাতে 'কো' না শোনায় ) > Cioccolato = চোক্কোলাতো মানে চকলেট ; Bacio = বাচো মানে kiss বা চুম্বন ;
চু = Ciu ( মাঝে 'ই'/I দেওয়া হয় , যাতে 'কু' না শোনায় ) > Ciuco = চুকো ;
কি = Chi ( মাঝে 'আক্কা'/H দেওয়া হয় , যাতে 'কি' না শোনায় ) > Chiedere = কিয়েদেরে ( মানে কিছু জিজ্ঞেস করা )
কে = Che ( মাঝে 'আক্কা'/H দেওয়া হয় , যাতে 'কে' না শোনায় ) > Che = কে ( মানে 'কি?') 

অর্থাৎ , দ্যাখো - C/চি-এর HARD এবং SOFT, দু-রকম উচ্চারণই আমরা পেয়ে গেলাম ।

HARD SOUNDS of C(চি) -
কা- Ca
কে- Che
কি- Chi
কো- Co
কু- Cu

SOFT SOUNDS of C(চি) -
চা- Cia
চে- Ce
চি- Ci
চো- Cio
চু- Ciu ;

ঠিক এরকমই G-এর ও দুই রকম সাউন্ড হয় ।HARD SOUND এবং SOFT SOUND  । এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো HARD SOUND মানে - গা , গে , গি , গো , গু  এবং SOFT SOUND মানে - জা , জে , জি , জো , জু । 

HARD SOUNDS of G -
গা- Ga 
গে- Ghe
গি- Ghi
গো- Go
গু- Gu


SOFT SOUNDS of G -
জা- Gia (Giallo=জাললো)
জে- Ge (Gelato=জেলাতো)
জি- Gi
জো- Gio (Giocare = জঅকারে = খেলা করা/ To Play; Giocco = জঅক্কো = খেলা)
জু- Giu (Giu=জু/জ্যু)


  • অন্যান্য উচ্চারণ - 
'gh'-এর উচ্চারণ হবে 'ঘ'-এর মত । যেমন - 
'gl'-এর উচ্চারণ হবে 'লি/ ল্লি'-এর মত । যেমন - Famiglia = ফামিল্লিয়া।
'gn'-এর উচ্চারণ হবে 'নি/ ন্নি' -এর মত । যেমন - Ogni = ওন্নি ; Pugno = পুন্নিও ; 
'H'/আক্কার উচ্চারণ সবসময় Silent বা উহ্য । যেমন -  Hanno = 'হাননো' নয় ; আননো ।
'Z'-এর উচ্চারণ 'তস'-এর মত হবে যখন কোনো শব্দের ভেতরে থাকবে। যেমন - colazione (কোলাতসিওনে) , esercizi (এসেরচিতসি) ।


ইতালিয়ান শব্দগুলিকে ইতালিয়ানদের মতো উচ্চারণ করতে চাইলে, double letter-গুলোকে স্পষ্টভাবে এবং আলাদাভাবে উচ্চারণ করতে হবে । যেমন - 
Sette - সেত্তে
Bello - বেললো 
Donna - দোন্না ; ইত্যাদি . . . 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
প্রথম দিনের শব্দ - 
বাবা - il padre ( ইল পাদরে )
মা - la madre ( লা মাদরে )
ভাই - il fratello (ইল ফ্রাতেল্লো )
বোন - la sorella ( লা সোরেল্লা )
পুত্র - il figlio ( ইল ফীল্লীও)
কন্যা - la figlia ( লা ফিল্লীয়া)
কাকা - lo zio ( লোতজিও )
কাকিমা - la zia ( লাত জিয়া )
আমি - io (ইও)
তুমি - tu ( তু)
সে (পুং) - lui (লুই)
সে (স্ত্রী) - lei ( লেই)
আপনি -  Lei ( লেই)
আমরা - noi ( নৈ)
তোমরা - voi ( ভৈ)
তাহারা  - loro (লোরো)
আপনারা - Loro

১০ টি খুব প্রচলিত ক্রিয়া (verb) -
Essere (এসসেরে ) - To be
Avere ( আভেরে ) - To have
Parlare ( পারলারে ) - To speak / বলা (কোনো ভাষা)
Mangiare ( মাঞ্জারে ) - To eat / খাওয়া
Leggere ( লেজ্জেরে - To read / পড়া ( বই-জাতীয় কিছু)
Andare ( আন্দারে ) - To walk / হাঁটা
Venire ( ভেনিরে ) - To come / আসা
Partire ( পারতিরে ) - To leave / যাওয়া
Salire ( শালিরে ) - To go up/climb / 
Vedere ( ভেদেরে ) - To see / দেখা
Dire ( দিরে ) - To tell / বলা
Dormire ( দোরমিরে ) - To sleep / ঘুমানো
Ascoltare (আশকোলতারে ) - To listen to / শোনা
Aspettare ( আসপেততারে) - To wait / অপেক্ষা করা ।

যদিও আমরা এইভাবে ক্রিয়া/VERB শিখব না । 
প্রথম দিনের জন্য এটুকুই। আপনারা যে কয়টা ইতালিয়ান শব্দ শিখলেন,সেগুলোকে এক জায়গায় লিখুন , জোরে জোরে ইতালিয়ান উচ্চারণ করে পড়ুন , মনে রাখার চেষ্টা করুন।

ক্রিয়াপদের প্রথম চ্যাপ্টার-এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন । 






No comments:

Post a Comment

Chapter 01 / Class 01(c) : Punctuation Marks

আমরা ইংরাজিতে যে যে punctuation marks ব্যবহার করি, ইতালিয়ান ভাষাতেও সেগুলি আছে ।  চিহ্নগুলোর ইতালিয়ান নাম এখানে দেওয়া হল - .  = punto  ...

এগুলোও দেখুন > >