Thursday 25 January 2018

আমি বিভিন্ন দেশের সিনেমা দেখতে দেখতে প্রথম সেই সব দেশের ভাষার প্রতি আকৃষ্ট হই এবং তারপর আমি বিভিন্ন দেশের ভাষা শিখতে চেষ্টা করি। যদিও বিভিন্ন দেশের ভাষা একসাথে জানা বা শেখা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ , কিন্তু তাও যেসকল ভাষা খুব কাছাকাছি , সেগুলো মানুষ ইচ্ছে করলে রপ্ত করতে পারে। যেমন - আমাদের বাংলা ও হিন্দি। ঠিক সেরকমই - ইতালিয়ান ও ফ্রেঞ্চ। 

No comments:

Post a Comment

Chapter 01 / Class 01(c) : Punctuation Marks

আমরা ইংরাজিতে যে যে punctuation marks ব্যবহার করি, ইতালিয়ান ভাষাতেও সেগুলি আছে ।  চিহ্নগুলোর ইতালিয়ান নাম এখানে দেওয়া হল - .  = punto  ...

এগুলোও দেখুন > >